আজ আমরা আলোচনা করবো HTML5 এর tag গুলো নিয়ে। অর্থাৎ কোন ট্যাগ এ কি কাজ হয় বা কোন কাজ করার সময় কোন ট্যাগ ব্যাবহার করতে হবে। তাহলে চলুন এক এক করে ট্যাগ গুলো সম্পর্কে জেনে নেই।
<html> </html> এইটি হল এইচটিএমএল এর প্রথম ট্যাগ । এই ট্যাগ দিয়ে এইচটিএমএল এর document নির্দেশ করে। এইচটিএমএল এর সকল কাজ এই ট্যাগের ভেতরেই করতে হয় অন্যান্য ট্যাগ ব্যাবহার করে।
<head><head/> এই ট্যাগ এ এইচটিএমএল এর head অংশের কাজ করা হয় এই ট্যাগের ভেতরে।
<tittle> </tittle> এই ট্যাগ এ এইচটিএমএল এর head ট্যাগের ভেতর লিখতে হয় যা ডকুমেন্ট টির টাইটেল বা নাম কি হবে তা নির্দেশ করে।
<body></body> এই ট্যাগে ডকুমেন্ট এ সকল content লিখতে হয়। অর্থাৎ ওয়েব সাইট এ বা ব্রাউজার এ যা যা প্রদর্শিত হবে তার সব কিছু এই ট্যাগে থাকে।
<a></a> এটা হল anchor ট্যাগ। ওয়েবসাইট এ কোন লিংক দিতে চাইলে এই ট্যাগ ব্যাবহার করতে হয়।
<abbr></abbr> এটা হল Abbreviation ট্যাগ। বড় কোন লেখার সংক্ষিপ্ত করে লিখতে এই ট্যাগ ব্যাবহার করতে হয়।
<b></b> Bold টেক্সট নির্দেশ করে অর্থাৎ কোন লেখাকে বোল্ড করে লিখতে এই ট্যাগ ব্যাবহার করতে হয়।
<i> </i> Italic ভাবে কোন লেখা লিখতে এই ট্যাগ ব্যাবহার করতে হয়।
<big> </big> স্বাভাবিকের থেকে কোন লেখা বড় করতে চাইলে এই ট্যাগ ব্যাবহার করতে হয়।
<small></small> স্বাভাবিকের থেকে কোন লেখা ছোট করতে চাইলে এই ট্যাগ ব্যাবহার করতে হয়।
<blockquote> </blockquote> বিশেষ উদ্ধৃতি প্রকাশ করতে এই ট্যাগ ব্যবহৃত করতে হয়।
<br / > লাইনের break দিতে চাইলে এই ট্যাগ ব্যাবহার করতে হয়।
<code></code> ওয়েবসাইট এ কোন কোড প্রদর্শন করতে চাইলে এই ট্যাগ ব্যাবহার করতে হয়।
<table></table> ওয়েবসাইট এ টেবিল বানাতে চাইলে এই ট্যাগ ব্যাবহার করতে হয়।
<td></td> টেবিল এর ভেতরে সেল তৈরি করতে চাইলে এই ট্যাগ ব্যাবহার করতে হয়।
<tr></tr> টেবিল এর ভেতরে সারি বানাতে এই ট্যাগ দিতে হয়।
<h1></h1> এটাকে বলা হয় হেডার ট্যাগ। হেডার ট্যাগ h1 থেকে h6 পর্যন্ত হয়ে থাকে।
<hr/> ওয়েবসাইট এ কোন সমান্তরাল রেখা দিতে হইলে এই ট্যাগ ব্যাবহার করতে হয়।
<img/> ওয়েবসাইট এ কোন ছবি দিতে চাইলে এই ট্যাগের ভেতরে ছবির ফোল্ডারের নাম সহ ছবির নাম দিতে হবে। অর্থাৎ অবশ্যই ট্যাগের ভেতরে ছবির লোকেশান দিয়ে দিতে হবে।
<input></input> ওয়েবসাইট এ কোন ফর্ম তৈরি করলে তাতে তথ্য ইনপুট করার জন্য এই ট্যাগ ব্যাবহার করা হয়।
<li><li/> ওয়েবসাইট এ লিস্ট প্রদর্শন করতে এই ট্যাগ ব্যাবহার করতে হয়।
<ol></ol> ওয়েবসাইট এ অর্ডার লিস্ট প্রদর্শন করতে এই ট্যাগ ব্যাবহার করতে হয়।
<ul> </ul> ওয়েবসাইট এ আনঅর্ডার লিস্ট প্রদর্শন করতে এই ট্যাগ ব্যাবহার করতে হয়।
<p></p> ওয়েবসাইট এ paragraph লিখতে এই ট্যাগ ব্যাবহার করতে হয়।
<pre><pre/> ওয়েবসাইট এ pre-formatted টেক্সট প্রদর্শন করতে এই ট্যাগ ব্যাবহার করতে হয়।
<sub></sub> ওয়েবসাইট এ superscripted text নির্দেশ করতে এই ট্যাগ ব্যাবহার করতে হয়।
<sup></sup> ওয়েবসাইট এ superscripted text নির্দেশ করতে এই ট্যাগ ব্যাবহার করতে হয়।
<strong></strong> ওয়েবসাইট এ Strong টেক্সট প্রদর্শন করতে এই ট্যাগ ব্যাবহার করতে হয়।
আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আরও অন্যান্য বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। সেই পর্যন্ত সবাই ভাল থাকুন।
Comments