টিপস ও ট্রিক্স

ডিজিটাল মার্কেটারের কি কি জানা প্রয়োজন? (ব্যাসিক)

0

এই বিষয় নিয়ে লেখার উদ্যেশ্য হচ্ছে প্রায়ই দেখি অনেক ট্রেনিং প্রোভাইডার অথবা আইটি এক্টিভিস্টরা ডিজিটাল মার্কেটিংকে তুলনামূলক সহজ হিসেবে উপস্থাপন করে থাকেন। 
ওয়েব ডিজাইন/ কোডিং আপনার কঠিন মনে হয়? গ্রাফিক্স ঝামেলা লাগে? তাহলে ডিজিটাল মার্কেটিং শিখুন। একদম পানির মত… এরকম কনভারসেশন সামনে পড়লে আমি উদ্বিগ্ন হয়ে পড়ি যে, আসলে কি ঘটতে চলেছে?
তাই, সত্যিটা সবার সামনে তুলে ধরার জন্য আমার যথাসামান্য প্রচেষ্টা। 


ডিজিটাল মার্কেটিং টা কি আসলে?
কোন পন্য বা সেবার প্রচার প্রচারনা যখন ডিজিটাল মাধ্যম ব্যাবহার করে করা হয় তখন তাকে ডিজিটাল মার্কেটিং বলে। সো সিম্পল।


ডিজিটাল মার্কেটারকে তাহলে কি করতে হয়?
পন্য বা সেবা সম্পর্কে কাস্টমারের কাছে উপস্থাপন। কাস্টমারের তথ্য সংগ্রহ, এনালাইসিস ইত্যাদি।


এসব করার জন্য কি কি স্কিল লাগে?
দুই ধরনের স্কিল লাগে। টেকনিক্যাল স্কিল এবং সফট স্কিল।
আমি কয়েকটি সাধারণ বিষয় প্রথমে বলি। 
আপনি একজনকে পন্য বা সেবা সম্পর্কে বলবেন। যদি ২-৩ জনের সামনে কথা বলতে আপনার হাটু কাপে, তাহলে কি সম্ভব?
ক্লায়েন্টকে মেইল করবেন, টাইপ করতে না পারলে, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল না পারলে পসিবল?
আচ্ছা, আমরা ডিসকাস করি কি কি লাগে শুরু করার জন্যঃ


এনালিটিক্সঃ
– ইন্টারনেট থেকে যে কোন তথ্য সংগ্রহ করে পারফেক্ট লিস্টিং এবং রিপোর্টিং। 
– লিড জেনারেশন
– ইমেইল মার্কেটিং
– ম্যাথমেটিক্যাল স্কিল
– মাইক্রোসফট এক্সেল
– পিডিএফ কনভারশন
– অনলাইন পিপিসি ক্যাম্পেইন


এস ই ও স্কিল:
– অন পেইজ এবং অফ পেইজ
– গুগল এডওয়ার্ড, এনালিটিক্স
– ট্রেন্ডস


ডিজাইন এবং কোডিং:
– গ্রাফিক ডিজাইন (ফটোশপ বাধ্যতামূলক, ইলাস্ট্রেটর জানলে ভালো)
– পাওয়ারপয়েন্ট
– এনিমেশন


ওয়েব:
– বেসিক ওয়েব ডিজাইন
– ওয়ার্ডপ্রেস মেইনটেনেন্স
– কাস্টমাইজেশন 
– জুমলা, ওপেনকার্ট এবং অন্যন্য প্লাটফর্ম বেসিক
– লোকাল সার্ভার
– সি প্যানেল, ডোমেইন হোস্টিং


কনটেন্ট ক্রিয়েশন:
– আর্টিকেল রাইটিং
– ইনফোগ্রাফিক
– কপিরাইটিং


এবার আসি সফট স্কিলেঃ
– নির্দিস্ট সময়ের মধ্যে প্ল্যান মত কাজ কমপ্লিট করার এবিলিটি
– ডিসিশন মেকিং
– মাল্টিটাস্কিং
– প্রেজেন্টেশন 
– প্রবলেম সলভিং
– টিমওয়ার্ক
– টাইম ম্যানেজমেন্ট 
– কমিউনিকেশন স্কিল ইত্যাদি।
.
এগুলো একদম বেসিক। এর বাইরেও কাজের প্রয়োজনে আরো অনেক কিছু শিখতে হয়।

কিভাবে একটি ই-কমার্স সাইট দিয়ে ব্যবসা শুরু করবেন?

Previous article

কাস্টমার এবং কনজ্যুমার কি?

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *