ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন (WIPO) এর মতে, চীনা টেলিযোগাযোগ প্রতিষ্ঠান হুয়াওয়ে তার নিজস্ব হংমেং মোবাইল অপারেটিং সিস্টেম (ওএস) এর ট্রেডমার্ক করার লক্ষ্য (গুগল অ্যান্ড্রয়েড ওএস এর বিকল্প) অন্তত নয়টি দেশ এবং ইউরোপে আবেদন করেছে । প্রতিষ্ঠানটি কম্বোডিয়া, কানাডা, দক্ষিণ কোরিয়া এবং নিউজিল্যান্ডে হংমেং ট্রেডমার্ক এর জন্য ফাইল করেছে । প্রতিষ্ঠানটি গত ১৪ মে ইউরোপিয়ান ইউনিয়ন ইন্টেলেকচুয়াল প্রপার্টি অফিসে ওএস-এর ট্রেডমার্ক করার জন্য আবেদন করেছে।
কেন এটা গুরুত্বপূর্ণ:
গত মাসে হুয়াওয়ের উপর নিষেধাজ্ঞা দেওয়ার পর অ্যান্ড্রয়েড আপডেট দেওয়া বন্ধ করেছিলো গুগল। এরপর থেকে একে একে আমেরিকান কোম্পানীগুলো হুয়াওয়ের সাথে তাদের চুক্তি থেকে সরে আসে। হুয়াওয়ে ২০২০ সালে স্যামসাংকে হটিয়ে ১ নাম্বার স্মার্টফোন নির্মাতা হওয়ার লক্ষ্যে তাদের নতুন ওএস টি এর উপর কাজ করছে। তারা প্রায় ১ মিলিওন ফোনে এটির পরিক্ষা চালাচ্ছে। কারন এখন থেকে আর হুয়াওয়ে কোন গুগল সার্ভিস ব্যবহার করতে পারবে না। এছাড়া আরেকটি সুত্র থেকে জানা গেছে, হুয়াওয়ে একটি রাশিয়ান ওএস ও পরিক্ষা করছে। এছাড়া হংমেং ওএসে সকল অ্যান্ড্রয়েড অ্যাপ সাপোর্ট করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
Comments