কল অফ ডিউটি (Call of Duty) বা COD এর কথা না বলে ফার্স্ট পার্সন শ্যুটার গেমস নিয়ে আলাপ চালিয়ে যাওয়া অসম্ভব । অ্যাক্টিভিশন পাবলিশার ২০০৩ সালে এই ফ্রাঞ্চাইজির প্রথম গেম প্রকাশ করে। এরপর থেকে এই গেমস এর জনপ্রিয়তা শুধু বেড়েই চলেছে। সম্প্রতি অ্যাক্টিভিশন পাবলিশার Call of Duty (COD) এর নতুন একটি ভার্সন রিলিজ করেছে। যার নাম দিয়েছে Call of Duty – War Zone। এই গেমটি মোবাইলে খেলা না গেলেও Xbox One, PlayStation 4 এবং Windows PC তে খেলা যাবে।
কল অফ ডিউটি গেমস কি ফ্রীতে খেলা যাবে?
জ্বী, এই গেমসটি সম্পূর্ন ফ্রীতেই খেলা যাবে। আপনার যদি উইন্ডোজ পিসি, এক্সবক্স ওয়ান অথবা প্লে স্ট্যাশন থাকে তাহলে। এছাড়া মোবাইলে কল অফ ডিউটি – মোবাইল (Call of Duty – Mobile Version) খেলতে পারবেন।
মিনিমাম হার্ডওয়্যার রিকোয়ারমেন্টঃ
- OS: Windows 7 64-Bit (SP1) or Windows 10 64-Bit
- CPU: Intel Core i3-4340 or AMD FX-6300
- RAM: 8GB RAM
- HDD: 175GB HD space
- Video: NVIDIA GeForce GTX 670 / GeForce GTX 1650 or Radeon HD 7950
- DirectX: Requires DirectX 12 compatible system
- Network: Broadband Internet connection
- Sound Card: DirectX Compatible
রিকোমেন্ডেড হার্ডওয়্যার রিকোয়ারমেন্টঃ
- OS: Windows 10 64 Bit (latest Service Pack)
- CPU: Intel Core i5-2500K or AMD Ryzen R5 1600X processor
- RAM: 12GB RAM
- HDD: 175GB HD space
- Video: NVIDIA GeForce GTX 970 / GTX 1660 or Radeon R9 390 / AMD RX 580
- DirectX: Requires DirectX 12 compatible system
- Network: Broadband Internet connection
- Sound Card: DirectX Compatible
কিভাবে ডাউনলোড করবেন?
কল অফ ডিউটি – ওয়ারজোন এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে । আপনি যদি এই গেমের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেন, এরপর আপনাকে ব্লিঝার্ড স্টোর ( Blizzard store ) এ রি-ডিরেক্ট করে নিয়ে যাবে । এরপর আপনি ফ্রী টু প্লে অপশনটি সিলেক্ট করে দিন। আর গেমস ইন্সটল করা খুবই সহজ। ইন্সটল স্ক্রীনে তাদের নির্দেশিত কয়েকটি অপশন সিলেক্ট করে ইন্সটল করে নিতে পারবেন।
ওয়ারজোন এর সাইজ কতো?
এর গেমসটির সাইজ ৮০জিবির মতো। এছাড়া আরও ১৮-২০জিবি লাগতে পারে আপডেট করার জন্য।
আপনি যদি ক্রেজি গেমার হোন এবং কল অফ ডিউটি সিরিজগুলো আগে খেলে থাকেন, তাহলে আর দেরি না করে ডাউনলোড করে খেলা শুরু করে দিন।
Comments