গেমস

পাবজি লাইট (পিসি) সাউথ এশিয়ার সার্ভার চালু করেছে !

0
pubg lite beta

পাবজি (PUBG) মোবাইল বর্তমানে মোবাইল ব্যাটল গেমগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয়। অনেকেই মোবাইল ছাড়াও ইমুল্যাটরের মাধ্যমেও এই গেম পিসিতে খেলে থাকেন। এর কারন পাবজি পিসির এশিয়া সার্ভার না থাকা।

আপনি যদি পাবজি পিসি (PUBG PC) খেলতে চান তবে আপনাকে এর জন্য ২৯ ডলারের মত খরচ করতে হবে। এছাড়া আপনার কম্পিউটারের কনফিগারেশন অনেক ভালো হতে হবে। তাই পাবজি এই লাইট ভার্সনটি নিয়ে এসেছিলো যা আপনি লো কনফিগারেশনের পিসিতেও খেলতে পারবেন। কিন্তু এতোদিন সাউথ এশিয়ার জন্য কোন সার্ভার ছিলো না। তাই পিং সমস্যা ছিলো।

সাউথ এশিয়ার সাথে সাথে পাবজি লাতিন আমেরিকার জন্যও সার্ভার চালু করেছে। তাই এখন আর ভিপিএন দিয়ে আপনাকে পাবজি লাইট খেলার দরকার হবে না।

পাবজি লাইট (PUBG Lite) আপনি পাবজির অফিসিয়াল সাইট থেকে ফ্রীতে ডাউনলোড করতে পারবেন।

চীন থেকে পন্য উৎপাদন সরিয়ে নিতে পারে অ্যাপল-গুগল-ডেল !

Previous article

মজিলাঃ ভিপিএন (VPN) সেবা যোগ করছে ফায়ারফক্স ব্রাউজারে !

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published.