এএমডি (AMD) তাদের রাইজেন (Ryzen) সিরিজে একের পর একের চমক দেখিয়ে যাচ্ছে। কিছুদিন আগেই তারা ৩য় প্রজন্মের রাইজেন প্রসেসর বাজারে ছেড়েছে। তাই আমরা আশা করেছিলাম ৬৪ কোরের রাইজেন থ্রেডরিপার ২০২০ সালের শেষের দিকে বাজারে আসবে বা এর ব্যাপারে এএমডি অফিসিয়ালি কিছু জানাবে। কিন্তু এর আগেই ডব্লিউসিসিএফটেক (WCCFTECH) এএমডির এই প্রসেসর সম্পর্কে কিছু তথ্য লিক করে দিয়েছে।
এই এএমডি রাইজেন থ্রেডরিপার (AMD Ryzen Threadripper ) থার্ড জেনারেশন প্রসেসরে (CPU) ৬৪-কোর এবং ১২৮টি-থ্রেড থাকবে।
ডব্লিউসিসিএফটেক (WCCFTECH) জানিয়েছে, ৬৪ কোরের এই প্রসেসরটি সম্পর্কে এই বছরের শেষের দিকে জানাতে পারে এএমডি। যদিও এটি অফিসিয়ালি জানায়নি এএমডি, তাই এখনো এটিকে গুজব হিসেবেই ধরে নিতে হবে।
এছাড়া ডব্লিউসিসিএফটেক জানিয়েছে , রাইজেন থ্রেডরিপার পরবর্তী প্রজন্মের X599 HEDT প্ল্যাটফর্ম ব্যবহার করবে এবং এটি টিআর ৪ (TR4) মাদারবোর্ডও সমর্থন করবে। এতে অনেকে কম খরচে এই ব্যয়বহুল প্রসেসর আপগ্রেড করে নিতে পারবেন।
যাই হোক না কেন, এটা খুব তাড়াতাড়ি লিক হয়ে গেছে, তাই আমরা এএমডির কাছ থেকে এখনি কোন অফিসিয়াল কিছু শুনতে পাবো বলে মনে হয় না। তবে এই বছরের শেষের দিকে IFA-২০১৯ এ হয়তবা এই প্রসেসর সম্পর্কে অফিসিয়াল কিছু জানাবে এএমডি।
Comments