বর্তমানে রয়েল ব্যাটল গেমসগুলো খুবই জনপ্রিয়। এর মধ্যে অ্যাপেক্স লিজেন্ডস অন্যতম। যারা অ্যাপেক্স লিজেন্ডস খেলে থাকেন তাদের জন্য সুখবর হচ্ছে, অ্যাপেক্স লিজেন্ডসের সিজন ২ শুরু হবে ২ জুলাই ২০১৯ থেকে। সিজন ২ তে বেশ কিছু পরিবর্তন নিয়ে এসেছে অ্যাপেক্স লিজেন্ডস গেমসের ডেভেলোপাররা।
এর মধ্যে নতুন মোড, অস্ত্র, র্যাঙ্ক সিস্টেম এবং নতুন ক্যারেক্টার অন্যতম।
নতুন র্যাঙ্ক সিস্টেমঃ
নতুন র্যাঙ্ক আপনি খুব দ্রুত বাড়াতে পারবেন। কারন এতে ডেইলি ও উইকলি চ্যালেঞ্জ যোগ করা হয়েছে। আর অ্যাপেক্স লিজেন্ডে আপনি পাবজি (PUBG) অথবা ফোর্টনাইট (Fortnite) থেকে অনেক তাড়াতাড়ি ব্যাটল র্যাঙ্ক বাড়াতে পারবেন।
নতুন ক্যারাক্টারঃ
নতুন সিজনে নতুন একটি ক্যারেক্টারও যোগ করা হয়েছে। এর নাম হচ্ছে ওয়াটসন (Wattson)।
নতুন এস.এম.জি অস্ত্রঃ
এছাড়া এতে নতুন একটি অস্ত্রও যোগ করা হয়েছে। এর নাম দেওয়া হয়েছে এল-স্টার (L-Star)। এটি এসএমজি ধরনের অস্ত্র। দরজা ভাঙ্গা বা অন্য কাজে বেশী ভালো কাজ করতে পারবে।
অ্যাপেক্স লিজেন্ডস ইউনিভার্সঃ
নতুন অ্যাপেক্স লিজেন্ডস ইউনিভার্সে ৫ জন টপ প্লেয়ার থাকবে। যারা একে অন্যের সাথে খেলতে পারবে। তবে তার জন্য তাদেরকে সবসময় টপ পজিশনে থাকা লাগবে।
এছাড়া গেম কোয়ালিটিও কিছুটা উন্নত করেছে তারা। এখন দেখা যাক কেমন জমে উঠে তাদের সিজন ২। আপনি যদি অ্যাপেক্স লিজেন্ডস খেলে থাকেন তবে আপনার মতামত আমাদের নিচের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।
Comments