টেক দুনিয়া

বিশ্বের সবচেয়ে দামি ডোমেইন নেম !

0
Domain Name

আপনার ব্যবসায়ের জন্য একটি গুরত্বপূর্ণ দিক হচ্ছে, একটি সুন্দর ডোমেইন নেম থাকা। যাতে খুব সহজে মানুষ আপনার ডোমেইন নেম দেখে বুঝে যেতে পারে আপনার ব্যবসা সম্পর্কে। আর এরকম ডোমেইন পাওয়ার জন্য অনেক কোম্পানী কয়েক মিলিয়ন ডলার পর্যন্ত খরচ করে থাকে। যেমনটা করেছে ক্রিপ্টোকারেন্সী কোম্পানী ব্লক.ওয়ান (Block.one)।

কয়েকদিন আগে তারা ৩০ মিলিয়ন ডলার দিয়ে কিনে নিয়েছে ভয়েস.কম (voice.com)। যার ফলে এই ডোমেইন নেমটি পেয়েছে বিশ্বের সবচেয়ে দামি ডোমেইন নেম এর তকমা। এর আগে সবচেয়ে দামি ডোমেইন ছিলো সেক্স.কম (sex.com)। যার মূল্য ছিলো ১৩ মিলিয়ন ডলার।

ব্লক.ওয়ান একটি ক্রিপ্টোকারেন্সী কোম্পানী। তাদের ক্রিপ্টোকারেন্সী ইওএস (EOS) নামে পরিচিত। তারা প্রায় ৪ বিলিয়ন ডলারের ফান্ড রাইজ করেছিলো তাদের ব্যবসায়ের জন্য। এর মধ্যে তারা প্রায় ১৫০ মিলিয়ন ডলার খরচ করবে ভয়েস.কম এর জন্য। আর তাদের কেনা ভয়েস.কম হবে একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। যার মাধ্যমে তারা ফেসবুকের সাথে প্রতিযোগিতা করবে বলে ধরে নেওয়া হচ্ছে।

স্মার্টনেস কি ও কিভাবে স্মার্ট হয়ে উঠবেন?

Previous article

৬৪ কোর ও ১২৮ থ্রেডের প্রসেসর আনছে এএমডি (AMD) !

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *