টেক দুনিয়া

হুয়াওয়েঃ বিশ্বের প্রথম ৭NM মোবাইল প্রসেসর নির্মাতা!

0

৭এনএম (7NM) মোবাইল প্রসেসর বানিয়েছে হুয়াওয়ে। আর এটিই তাদেরকে বিশ্বের প্রথম ৭এনএম (7NM) প্রসেসর নির্মাতা বানিয়ে দিয়েছে। কয়েকদিন আগে হুয়াওয়ে তাদের নোভা ৫ (NOVA 5) সিরিজের স্মার্টফোন বাজারে ছেড়েছে। তখন তারা কিরিন ৮১০ (Kirin 810) এর ঘোষনা দেয়।

এই প্রসেসরগুলো হুয়াওয়ে তাদের নিজস্ব টেকনোলজি দ্যা ভিঞ্চি আর্কিটেকচার ( Da Vinci Architecture for NPU ) ব্যবহার করে বানিয়েছে। যা সফটওয়্যারের কার্যক্ষমতা বাড়িয়ে দেয় এবং এআই (AI) প্রযুক্তির অ্যাপ্লিকেশনগুলো ভালোভাবে চালাতে সাহায্য করে।

এছাড়া প্রসেসরগুলিতে কর্টেক্স A76 কোর (2.27 গিগাহার্জ) + ছয়টি A55 কোর (1.88 GHz) ব্যবহার করা হয়েছে । মেইন সিপিউ 2.27 গিগাহার্জ ক্লক স্পিডে চলতে পারে এবং এতে মালি-G52 জিপিইউ ব্যবহার করেছে হুয়াওয়ে।

হুয়াওয়ে জানিয়েছে তাদের এই কিরিন ৮১০(Kirin 810) প্রসেসরটি স্ন্যাপড্রাগন ৮৫৫ (Snapdragon 855) থেকেও বেশি কাজ করতে পারে এবং পাওয়ারফুল।

এখন দেখার বিষয় আসলে তাদের এই ৭এনএম এর প্রসেসরগুলি কেমন কাজ করতে পারে। আর আমেরিকার ব্যানের পর তারা কিভাবে সেই ক্ষতি কাটিয়ে উঠতে পারে।

অ্যাপেক্স লিজেন্ডসঃ সিজন ২ এর নতুন আপডেটে যা থাকছে !

Previous article

ফায়ারফক্স প্রিভিউঃ মজিলার নতুন অ্যান্ড্রয়েড ব্রাউজার !

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *