মজিলা (Mozila) অ্যান্ড্রয়েডের জন্য ফায়ারফক্স (Firefox) এর নতুন সংস্করণ ঘোষণা করেছে। এটি আগের মোবাইল ব্রাউজারের চাইতে দ্বিগুন গতিতে কাজ করতে পারে। এছাড়া অর্গানাইজড করা, প্রাইভেসি নিয়ন্ত্রন করার ব্যবস্থা রাখা আছে।
নতুন ব্রাউজারটির নাম দিয়েছে ফায়ারফক্স প্রিভিউ (Firefox Preview)। এর উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্যে একটি হচ্ছে এতে সার্চবার নিচে দেওয়া হয়েছে।সাধারনত আমরা সার্চবার পেজের উপরে পেয়ে থাকি। এছাড়া কালেকশন নামে একটি অপশন যোগ করেছে মজিলা যাতে আপনি সাইটলিঙ্ক বা পেজ সেভ করে রাখতে পারবেন।
মজিলা ফায়ারফক্স প্রিভিউ ব্রাউজারটি ওপেন সোর্স মোবাইল ইঞ্জিন “গিকোভিউ” (Geckoview) এর উপর বানানো হয়েছে। যা অনেক দ্রুত কাজ করতে সাহায্য করে এই ব্রাউজারটিকে।
মোবাইলে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ব্রাউজার হচ্ছে গুগল ক্রোম (Google Chorme)। দেখা যাক, মজিলার নতুন ব্রাউজারটি কিভাবে মোবাইল ব্রাউজার ব্যবহারকারীদের নিকট সারা ফেলতে পারে। আপনি কোন ব্রাউজার পছন্দ করেন এবং কেনো করেন আমাদের নিচের কমেন্ট সেকশনে জানাতে পারেন।
মজিলার ব্রাউজারটি ডাউনলোড করতে পারেন এইখান থেকে।
Comments