ফেসবুকে (Facebook) অনেকেরই ছবি, ভিডিও লোডিং ও লগইন করতে সমস্যা হচ্ছে। ৩ জুলাই দুপুর থেকে এই সমস্যাটির শুরু। এটি ফেসবুকের সার্ভারের সমস্যা। সারা বিশ্বেই ফেসবুকের সার্ভার ডাউন হওয়ার কারনে এই সমস্যাটি হচ্ছে।
কিছুক্ষন আগে ফেসবুক টুইটারের (Twitter) মাধ্যমে জানিয়েছে তারা এই সমস্যা সমাধানে কাজ করছে।
তবে ফেসবুকের এই ডাউনটাইম হওয়াটা বর্তমানে নিয়মিত হয়ে গেছে। গত মার্চ মাসেও ফেসবুক প্রায় ১২ ঘন্টার মতো ডাউন ছিলো। এছাড়া ফেসবুকের অন্য কোম্পানী হোয়াটঅ্যাপস (Whatsapp) ও ইন্সটাগ্রামেও (Instagram) একই সমস্যা ছিলো।
ফেসবুক বলেছে, কারিগরী এই সমস্যা তারা খুব দ্রুতই সমাধানের চেষ্টা করছে এবং বিশ্বের অনেক দেশেই তাদের এই ইমেজ, ভিডিও ও লগইন সমস্যা দেখা যাচ্ছে।
তবে এই সমস্যাটি যে সবার হচ্ছে তা নয়। অনেকেই স্বাভাবিকভাবে ফেসবুক ব্যবহার করতে পারছেন। ফেসবুক অবশ্য এই ব্যাপারে এখনো কোন অফিসিয়াল স্টেট্মেন্ট দেয়নি। তারা কিছু জানালে আমরা অবশ্যই আমাদের ভিজিটরদের জানিয়ে দিবো।
Comments