টেক দুনিয়া

ফেসবুক সার্ভার ডাউনঃ ছবি ও ভিডিও দেখা যাচ্ছে না !

0

ফেসবুকে (Facebook) অনেকেরই ছবি, ভিডিও লোডিং ও লগইন করতে সমস্যা হচ্ছে। ৩ জুলাই দুপুর থেকে এই সমস্যাটির শুরু। এটি ফেসবুকের সার্ভারের সমস্যা। সারা বিশ্বেই ফেসবুকের সার্ভার ডাউন হওয়ার কারনে এই সমস্যাটি হচ্ছে।

কিছুক্ষন আগে ফেসবুক টুইটারের (Twitter) মাধ্যমে জানিয়েছে তারা এই সমস্যা সমাধানে কাজ করছে।

তবে ফেসবুকের এই ডাউনটাইম হওয়াটা বর্তমানে নিয়মিত হয়ে গেছে। গত মার্চ মাসেও ফেসবুক প্রায় ১২ ঘন্টার মতো ডাউন ছিলো। এছাড়া ফেসবুকের অন্য কোম্পানী হোয়াটঅ্যাপস (Whatsapp) ও ইন্সটাগ্রামেও (Instagram) একই সমস্যা ছিলো।

Facebook Server Down

ফেসবুক বলেছে, কারিগরী এই সমস্যা তারা খুব দ্রুতই সমাধানের চেষ্টা করছে এবং বিশ্বের অনেক দেশেই তাদের এই ইমেজ, ভিডিও ও লগইন সমস্যা দেখা যাচ্ছে।

তবে এই সমস্যাটি যে সবার হচ্ছে তা নয়। অনেকেই স্বাভাবিকভাবে ফেসবুক ব্যবহার করতে পারছেন। ফেসবুক অবশ্য এই ব্যাপারে এখনো কোন অফিসিয়াল স্টেট্মেন্ট দেয়নি। তারা কিছু জানালে আমরা অবশ্যই আমাদের ভিজিটরদের জানিয়ে দিবো।

অ্যাপল নতুন ডিজাইন উদ্ভাবনে গুরুত্ব দিচ্ছে নাঃ জনি ইভে !

Previous article

আমাদের ডেইলি লাইফস্টাইলে টেকনোলজির প্রভাব !

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *