কয়েক ঘন্টা ধরেই ফেসবুক মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপস কাজ করছে না। মেসেঞ্জারে গেলে “ওয়েটিং ফোর নেটওয়ার্ক” দেখা যাচ্ছে। অনেক ব্যবহারকারির অনেকক্ষণ পর মেসেজ সেন্ড হচ্ছে।
এই সমস্যাটি বেশি হচ্ছে সাউথ এশিয়া এবং ইউরোপ লোকেশনে। ডাউন ডিটেক্টরের মতে, ইউরোপের অনেক দেশে মেসেঞ্জার সার্ভার কাজ করছে না।
এছাড়া বাংলাদেশ থেকেও মেসেঞ্জারে একই সমস্যা দেখা যাচ্ছে। এই ডাউনটাইমের কিছুক্ষন আগে ফেসবুক জানিয়েছি তারা আমেরিকান ফেডারেল থেকে ইন্সটাগ্রাম এবং হোয়াটসঅ্যাপস আলাদা করার কথা জানতে পেয়েছে।
Comments