ফেসবুক কয়েকদিন আগে তাদের লোগো তে পরিবর্তন এনেছে। ফেসবুক জানিয়েছে তাদের এই পরিবর্তন শুধু ব্র্যান্ডিং এর জন্য করা হয়েছে।
বিশেষ করে ইন্সটাগ্র্যাম এবং হোয়াটসঅ্যাপে এই পরিবর্তন দেখা যাবে। অনেকেই জানেন না যে এই দুইটি কোম্পানীও ফেসবুকের। বর্তমানে ফেসবুক তাদের নাম ব্যবহার করলেও এখন থেকে ফেসবুক এই দুইটি কোম্পানীতে তাদের নতুন লোগো ব্যবহার করবে।
এতে করে যেনো ইউজাররা জানতে পারে এই দুইটি সেবা ফেসবুকের। ফেসবুক তাদের লোগো পরিবর্তন বিষয়ে বলেছে, মানুসষ যেনো জানতে পারে তারা কি প্রোডাক্টস ব্যবহার করছে, কাদের প্রোডাক্ট ব্যবহার করছে। তবে ফেসবুক তাদের মেইন লোগো আগের মতোই রেখেছে।
Comments