ক্যাস্পারস্কাই অ্যান্টিভাইরাসের রিসার্সরা সম্প্রতি জনপ্রিয় অ্যান্ড্রোয়েড অ্যাপ ক্যামস্ক্যানার (CamScanner) এর মধ্যে ম্যালওয়ার পাওয়ার কথা জানিয়েছে। এই ম্যালওয়ারটি ইনফেক্টেড ডিভাইসে ম্যালিসিয়াস ফাইল ডাউনলোড করতে পারে ব্যবহারকারীর অজান্তে।
ক্যামস্ক্যানার খুবই জনপ্রিয় একটি অ্যাপ। প্লেস্টোরে এটি ১০০ মিলিয়নেরও বেশী ডাউনলোড করা হয়েছে। এটি দিয়ে মোবাইলে পিডিএফ ফাইল বানানো যায়।
যদিও এই ম্যালওয়ারটি ক্যামস্ক্যানার থেকে হয়নি। ক্যামস্ক্যানার ফ্রী ভার্সনে অ্যাড ব্যবহার করে থাকে। সেই থার্ডপার্টি অ্যাডের লাইব্রেরী থেকে এটি ছড়িয়েছে।
ক্যামস্ক্যানার যদিও নিজেরা এই ম্যালওয়ার যোগ করেনি, তারা তাদের আয় করার জন্য যে অ্যাড মডিউল ব্যবহার করেছিলো , সেখান থেকে এটি ছড়িয়ে পরে।
ক্যাসপারস্কাই জানিয়েছে এটি একটি ট্রোজান ম্যালওয়ার। এর নাম ” Trojan-Dropper.AndroidOS.Necro.n “।
এছাড়া এই ম্যালওয়ার ভিক্টিমের মোবাইলে অ্যাড দেখিয়ে এবং সাবস্কিপশন করে টাকা কেটে নিতে পারে।
রিসার্সরা এরপরেই গুগল প্লেস্টোরে রিপোর্ট করে এবং গুগল ক্যামস্ক্যানারের ফ্রি ভার্সন তাদের স্টোর থেকে সরিয়ে ফেলেছে। তবে ক্যামস্ক্যানারের পেইড ভার্সনগুলো এতে আক্রান্ত হয়নি।
যদি আপনার মোবাইলে ফ্রি ভার্সন থেকে থাকে তবে এখনি সেটি ডিলিট করে ফেলুন।
Comments