হুয়াওয়ের উপর দেওয়া মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিচ্ছে আমেরিকা। জাপানে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে চীনের প্রেসিডেন্টের সাথে বৈঠকের পর একথা জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউএস কমার্সের দেওয়া এই নিষেধাজ্ঞার কারনে অনেক আমেরিকান কোম্পানীর বিক্রয় কমে গিয়েছিলো। গুগলসহ অনেক কোম্পানীই এর বিরুদ্ধে আপত্তি জানিয়েছিলো। জি-২০ সম্মেলনে তাই ট্রাম্প এই নিষেধাজ্ঞা তুলে দিয়ে বলেন, এখন থেকে হুয়াওয়ের কাছে পন্য বিক্রি করতে পারবে আমেরিকান কোম্পানীগুলো।
এখন থেকে গুগল অ্যান্ড্রয়েডসহ সকল আমেরিকান পন্যই হুয়াওয়ে আবার ব্যবহার করতে পারবে। তাই বলা যায় কয়েদিন ধরে চলা এই নিষেধাজ্ঞার ক্ষতি হুয়াওয়ে খুব দ্রুত কাটিয়ে উঠতে পারবে।
এছাড়া মাইক্রোন, এআরএম সহ সকল চিপই হুয়াওয়ে ব্যবহার করতে পারবে। এখন পর্যন্ত অবশ্য হুয়াওয়ের অফিশিয়াল কোন মন্তব্য পাওয়া যায়নি। তবে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার যে তাদেরকে আবার ২০২০ সালের মধ্য ১ নাম্বার স্মার্টফোন নির্মাতা হওয়ার পথে আবার ফিরিয়ে নিয়ে আসবে তাতে কোন সন্দেহ নেই।
Comments