প্রাইভেসি সমস্যা ও আরো নানা সমস্যায় জর্জরিত ফেসবুক খুব শীঘ্রই নতুন লুক বা ডিজাইন আনতে যাচ্ছে। এটি ডার্ক মুডেও থাকবে।
প্রাইভেসি সমস্যা ও এর সমাধান করতে করতে বলা যায় একপ্রকার ফেসবুক ভুলেই গিয়েছিলো এর ভিজুয়াল পরিবর্তনের কথা। অনেকদিন পর ফেসবুক এর ভিজুয়্যাল পরিবর্তন আনতে যাচ্ছে। এটি সাধারন মুড এবং ডার্ক্মুড দুইভাবেই থাকবে। দেখতে অনেকটা টুইটারের মতো করতে যাচ্ছে ফেসবুক।
অনেকটা হালকা রঙ ও আরো মডার্ন ডিজাইন থাকছে এতে। তবে এবার ফেসবুক এই পরিবর্তন ইউজারদের উপর ছেড়ে দিয়েছে। এর মানে হচ্ছে আপনি যদি চান তবে এই ডীজাইন ব্যবহার করতে পারবেন। আর আপনার ভালো না লাগলে আপনি পুরাতন ডিজাইন ব্যবহার করতে পারবেন।
ফেসবুক এর পরিবর্তনের কথা এপ্রিল মাসেই জানিয়েছিলো। তবে কিছুদিন আগে থেকে কিছু কিছু ব্যবহারকারী এই পরিবর্তিত সেবাটি ব্যবহার করতে পারছেন। আসতে আসতে ফেসবুক এটি সবার ব্যবহারের জন্য উম্মুক্ত করে দিবে।
Comments