টেক দুনিয়া

নিরাপত্তা ঝুঁকিতে ১০ কোটি ডেল ল্যাপটপ !

0
dell pc

নিরাপত্তা ঝুঁকিতে আছে প্রায় ১০ কোটি ডেল পিসি ও ল্যাপটপ। ডেল (DELL) তাদের সিস্টেমে একটি সফটওয়্যার দিয়ে থাকে যার নাম সাপোর্ট অ্যাসিসটেন্ট। এটি পিসি বা ল্যাপটপের হেলথ চেক করে আর ব্যবহারকারীকে তার পিসি সম্পর্কে তথ্য প্রদান করে। এছাড়া নিয়মিত সিস্টেম আপডেটও করে থাকে। কিন্তু কিছুদিন আগে একটি সফটওয়্যার নিরাপত্তা সংস্থা ডেলের এই সফটওয়্যারটিতে বাগ ধরতে পারে এবং জানায় এর মাধ্যমে হ্যাকাররা ব্যবহারকারীর অজান্তেই তার সিস্টেমে প্রবেশ করতে পারে। এর ফলে হ্যাকার খুব সহজে স্টোরেজে থাকা তথ্য পড়তে পারে।

তবে ডেল সফটওয়্যারটির একটি প্যাচ রিলিজ করেছে। এর ফলে যেই বাগ ছিলো সেটি আর থাকবে না। আর ডেল জানিয়েছি, ইতোমধ্যে প্রায় ৯০% ব্যবহারকারী তাদের সফটওয়্যারটি আপডেট করে নিয়েছে।

যদি আপনি ডেল ব্যবহার করে থাকেন, ডেলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনার সাপোর্ট অ্যাসিসটেন্টটি আপডেট করে নিতে পারেন।

৬৪ কোর ও ১২৮ থ্রেডের প্রসেসর আনছে এএমডি (AMD) !

Previous article

আইওএস (iOS) ১৩ – যা থাকছে নতুন আপডেটে !

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published.