অ্যাপল, গুগল, এইচপি ও ডেলসহ কয়েকটি আমেরিকান কোম্পানী তাদের প্রোডাক্টগুলো বানানোর জন্য চীনের উপর নির্ভরশীল। আর এই নির্ভরশীলতা কমানোর জন্য এবার তারা নতুন পরিকল্পনার কথা ভাবছে। বিশেষ করে চীন-আমেরিকা বাণিজ্য যুদ্ধের কারনে এই অবস্থাটা তৈরি হয়েছে। আমেরিকা ও চীনের একে অপরের প্রতি নিষেধাজ্ঞা, ট্যাক্স বাড়ানো ইত্যাদি এর প্রধান কারন।
এই আমেরিকান কোম্পানীগুলো এখন নতুন কিছু দেশে তাদের পন্য উৎপাদন করতে পারে। ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, তাইওয়ানকে বেছে নেওয়ার কথা ভাবছে তারা।
অ্যাপলের আইফোন হতে শুরু করে ম্যাকবুক সবই চায়নার তৈরি। এছাড়া গুগলও তাদের কিছু কনসোল চায়না থেকে বানিয়ে থাকে। এছাড়া ডেল, এইচপিও একই ভাবে চায়নার ফ্যাক্টরিগুলোর উপর নির্ভরশীল। তাই তারা অন্য কোন দেশে পুরোপুরি না হলেও আংশিক উৎপাদন সরিয়ে নিতে চাইছে।
যদিও অফিসিয়ালি এখনো কোন কোম্পানী এই ব্যাপারে জানায়নি। কিন্তু চীন-আমেরিকা বাণিজ্য যুদ্ধের জন্য তাদেরকে নতুন কিছু ভাবতে হবে তাতে কোন সন্দেহ নেই।
Comments